সোমবার, ৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা
পুলিশের মৌখিক অনুমতি

বিএনপির আট ঘণ্টার প্রতীকী অনশন আজ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ আট ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। এ কর্মসূচিতে পুলিশ প্রশাসনের মৌখিক অনুমতি পেয়েছে দলটি। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা মহানগর নাট্যমঞ্চে এই কর্মসূচি পালন করা হবে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, এই কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে। অনশন কর্মসূচি পালনের বিষয়ে পুলিশ ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করছি, প্রয়োজনীয় কাগজপত্রও পেয়ে যাব। কর্মসূচিতে ২০-দলীয় জোট ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও পেশাজীবীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই সাবেক এ প্রধানমন্ত্রীকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর