সোমবার, ৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

অবিলম্বে বিএফইউজে নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী ও বর্তমান মহাসচিব ওমর ফারুক, মহাসচিব প্রার্থী শাবান মাহমুদ, রফিকুল ইসলাম সবুজ, মাহমুদুর রহমান খোকন, আবুল কালাম আজাদ, রুমি আক্তার পলি, আসাদুজ্জামান, আরাফাত মুন্না, শফিকুল ইসলাম প্রমুখ। ৬ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৫ জুলাই শ্রম আদালতের রায়ে এই নির্বাচন স্থগিত হয়। ওমর ফারুক বলেন, আদালতে কাগজপত্র দাখিল করেছি। আগামীকাল (আজ) রায় হবে বলে আশাবাদী। এই মামলার নেপথ্যে যারা রয়েছেন তাদেরও খুঁজে বের করতে হবে। শাবান মাহমুদ বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ ছাড়াও বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে আইনি জটিলতা দূর করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। তারা বলেন, প্রায় তিন মাস ধরে নির্বাচনী প্রচারণা চলছিল। উৎসবমুখর পরিবেশে ৬ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের আগের দিন সেবীকা রানী ও খায়রুল ইসলাম আদালতকে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন স্থগিত করেছেন। এসব মামলাবাজকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানান তারা। এদিকে বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেও আরেকটি সংগঠন আইনি সমস্যা সমাধান করে দ্রুত নির্বাচনের দাবি জানান। তারা বলেন, ২০১৭ সালের ২৮ নভেম্বর বিএফইউজের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও কোনো এক রহস্যজনক কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর