মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা
সিটি নির্বাচন

রাসিকে গণগ্রেফতারের অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি এলাকায় পুলিশ নেতা-কর্মীদের গণগ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সিটি নির্বাচনকে সামনে রেখে প্রশাসন এই তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করা হয় বিএনপির পক্ষ থেকে। গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল সিটি এলাকায় দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

ওই অভিযোগে উল্লেখ করা হয়, মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হক, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল হক, বিএনপি কর্মী রায়হান ইসলাম ও হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে। এ ছাড়াও দলীয় নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। অভিযোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির দফতর সম্পাদক নাজমুল হক ডিকেন, বিএনপি নির্বাচনী কমিটির সহকারী এজেন্ট মাহফুজুল হাসনাইন হিকোল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিন আহম্মেদ ও রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামসু উদ্দিন চৌধুরী শামীম।

সর্বশেষ খবর