বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কোটা আন্দোলনকারীদের জঙ্গি বলা অযৌক্তিক

বলল সুজন

নিজস্ব প্রতিবেদক

কোটা আন্দোলনকারীদের জঙ্গি বলা অযৌক্তিক

কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্যের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’। সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান এবং সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের জঙ্গি-সন্ত্রাসী আখ্যা করে উপাচার্য দুজনের দেওয়া বক্তব্য অযৌক্তিক বলে মন্তব্য করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পন্থায় আন্দোলন পরিচালনা করা নাগরিকদের মৌলিক অধিকার। বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপিঠ, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। এখানে যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করা হবে, এটাই কাম্য। কিন্তু সহিংসতার মাধ্যমে কিংবা ছাত্রদের সন্ত্রাসী আখ্যা দিয়ে আন্দোলন থামিয়ে দেয়ার অবকাশ নেই। বরং নিজ নিজ ক্যাম্পাসে সব ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব। আমরা কোটা সংস্কার আন্দোলনের নেতাদের মুক্তি ও আহত ছাত্রদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার দাবি জানাই।

সর্বশেষ খবর