বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরায় শুরু হচ্ছে নির্মাণ ও গৃহসজ্জা শিল্প পণ্য প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় শুরু হচ্ছে নির্মাণ ও গৃহসজ্জা শিল্প পণ্য প্রদর্শনী

বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো, কাঠ ও পরিবেশবান্ধব স্থাপত্যকৌশলে নির্মিত পণ্য তুলে ধরতে আগামীকাল শুরু হচ্ছে তিন দিনব্যাপী তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ১, ৩ ও ৪ নম্বর হলজুড়ে এসব প্রদর্শনী হবে। প্রদর্শনীগুলোয় বাংলাদেশসহ মোট ১০টি দেশের ২ শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। ভারতের ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশের আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড যৌথভাবে এসব প্রদর্শনীর আয়োজন করছে। রাজধানীর একটি হোটেলে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন এইচবিআরআইর পরিচালক মোহাম্মদ শামীম আক্তার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের এইচওডি ড. খন্দকার সাব্বির আহমেদ, জেট হোল্ডিংস লিমিটেডের এজিএম মো. তাজুল ইসলাম, উড টেক সল্যুশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইমুল হোসেন খান, আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল কে এবং ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া। প্রদর্শনীগুলোয় থাকছে মূলত স্থাপত্যশিল্পের জন্য হার্ডওয়্যার এবং সংশ্লিষ্ট পণ্য, নির্মাণশিল্পে ব্যবহৃত পণ্য, এমইপি সার্ভিস, রেডিমিক্স কনক্রিট ইকুইপমেন্ট, সাসটেইনেবল আর্কিটেকচার, উডওয়ার্কিং মেশিনারি, ফার্নিচার হার্ডওয়্যার, পাওয়ারটুল, ফিটিংস এবং ফিক্সচার, লেমিনেট, বোর্ড, কোটিং, অ্যাব্রেসিভ, অ্যাঢেসিভ ও সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী।

সর্বশেষ খবর