বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

চসিকের ২৪২৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন ২০১৮-১৯ অর্থবছরের জন্য দুই হাজার ৪২৫ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। গতকাল দুপুরে কে বি আবদুস ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ বাজেট ঘোষণা করেন। একই সভায় ২০১৭-১৮ অর্থবছরের ৮৮৩ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন অর্থ স্ট্যান্ডিং কমিটির সভাপতি মাহফুজুল আলম, সচিব মো. আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন। এবারের বাজেটে আয় খাতে নিজস্ব উৎস থেকে প্রাপ্তি ধরা হয়েছে ৪০০ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা, উন্নয়ন অনুদান খাতে ৪৪২ কোটি ৯৫ লাখ এবং অন্যান্য উৎস থেকে ৪০ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ ধরা হয়। ব্যয় খাতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খাতে ৩৪৩ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার টাকা, উন্নয়ন খাতে রাজস্ব তহবিল অন্যান্য খাতে ৫৪ কোটি ৯৫ লাখ টাকা, এডিপি ও অন্যান্য খাত থেকে ৩৯৫ কোটি ৯৫ লাখ টাকা, স্থায়ী সম্পদ ১৫ কোটি ৬৫ লাখ টাকা, বকেয়া দেনা ৪০ কোটি ৩২ লাখ টাকা ধরা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর