বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শুধু ড্রাইভার নয় পথচারীও দুর্ঘটনার কারণ : কাদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধু বেপরোয়া ড্রাইভারাই দায়ী— এমন নয়। শুধু রাস্তাও দায়ী নয়। বেপরোয়া পথচারীরাও অনেক সময় সড়ক দুর্ঘটনার কারণ হয়ে পড়ে। দুর্ঘটনা নিয়ে যাত্রীকল্যাণ সমিতির মনগড়া রিপোর্ট প্রত্যাখ্যান করে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের দেশ এশিয়া মহাদেশের মধ্যে এগিয়ে এটা সত্য নয়। যাত্রীকল্যাণ সমিতির রিপোর্ট ভুয়া। জাতীয় সংসদে গতকাল প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের (সিলেট-৫) সম্পূরক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী। এ ছাড়া সড়ক পরিবহনমন্ত্রী জানান, দেশে প্রায় অর্ধেক চালকেরই ড্রাইভিং লাইসেন্স নেই। ওবায়দুল কাদের আরও বলেন, ভারতের এনডিটিভি অনলাইনে দেখলাম ভারতে প্রতি ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়। আর গত ঈদে পুলিশ এবং সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, বাড়ি যেতে ৪২ জন এবং আসতে ৪২ জন অর্থাৎ ৮৪ জনের মৃত্যু হয়েছে। সেখানে যাত্রীকল্যাণ সমিতি মনগড়া তথ্য দাঁড় করিয়েছে যে ৩৩৯ জনের মৃত্যু ঘটেছে। এগুলো মনগড়া রিপোর্ট, যার তথ্য সঠিক নয়, অতিরঞ্জিত। এই সংগঠনের কোনো রেজিস্ট্রেশনও নেই। সাম্প্রদায়িক রাজনীতি করে এমন একটা লোক এই সংগঠনের নেতৃত্ব দেয়।

নিজের অভিজ্ঞতার বিবরণ দিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি কিছুক্ষণ আগে যখন রাস্তা দিয়ে আসছিলাম। আমি দুটি পয়েন্টে দেখতে পেলাম যে, হঠাৎ করে একঝাঁক তরুণ রাস্তায় নেমেছে। গাড়ি তো চলছে, চলমান গাড়ি। সে সময় যদি কেউ গাড়ির তলায় পিষ্ট হয়, কাকে দায়ী করবেন? তারপর দেখলাম একটা মেয়ে রাস্তা পার হচ্ছে মোবাইলে কথা বলতে বলতে। এ অবস্থায় চলমান গাড়ি যদি তাকে চাপা দেয়, সেটার জন্য কে দায়ী হবে?

সর্বশেষ খবর