বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনার উন্নয়ন বিশ্বে এখন মডেল : জ্যাকব

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, শেখ হাসিনার উন্নয়ন বিশ্বে এখন মডেল। তিনি সিঙ্গাপুরে দুই দিন ধরে অনুষ্ঠিত ‘ক্লিন এনভায়রনমেন্ট লিডারস সামিট এবং ক্লাইমেট অ্যান্ড ক্লিন এয়ার কোয়ালিশন’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তার বক্তব্যে এসব কথা বলেন।

জ্যাকব বলেন, বৃহত্তর উন্নয়ন কর্মকাণ্ড, অনিয়ন্ত্রিত শিল্পায়ন, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব, জনসংখ্যার অধিক ঘনত্ব, ব্যাপক নগরায়ণ, রাসায়নিক সারের অপরিকল্পিত ব্যবহার, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার অভাব আমাদের পরিবেশ ও বাস্তুতন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে চলেছে। এ প্রভাব মোকাবিলায় তিনি সঠিক নীতিমালা, টেকসই জমি এবং পানি ব্যস্থাপনার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন বাস্তু সংস্থান পুনর্নির্মাণ, স্থিতিস্থাপক জলবায়ু উন্নয়নের ওপর জোর দেন। উপমন্ত্রী এ ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য তুলে ধরতে গিয়ে সবুজ পরিবেশ রক্ষায় নেওয়া বর্তমান সরকারের বেশ কিছু নীতিমালা এবং মাস্টারপ্লান যেমন : জাতীয় শিল্প নীতিমালা, রিনিউবেল শক্তি নীতিমালা, ন্যাশনাল থ্রিজি নীতিমালা, বাংলাদেশ ক্লাইমেট চেইনজ স্ট্রেটিজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, শক্তি সংরক্ষণ মাস্টারপ্ল্যানের কথা উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর