বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ভেজালবিরোধী অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির ৪ নম্বর রোড এলাকার ৫টি রেস্টুরেন্ট, ১টি কনফেকশনারি ও ১টি মিষ্টির দোকানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সংস্থার ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল এসব অভিযান পরিচালনা করেন।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আড্ডা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, ইউসুফ কনফেকশনারিকে ৩০ হাজার টাকা, নিলা সুইটসকে ৪০ হাজার টাকা, রয়েল বাফেট রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, বৈশাখী রেস্তোরাঁকে ৭৫ হাজার টাকা, ওয়েস্টার্ন গ্রিলকে ৫০ হাজার টাকা ও পানাকো ক্যাফেকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মানহীন পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা আদায় করার পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়েছে বলে জানিয়েছেন উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

সর্বশেষ খবর