শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মাহেন্দ্রর মহামারী কাণ্ড!

ভাড়া কম নিলেই জরিমানা, জিম্মি যাত্রী-চালকরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় প্রশাসনের নির্দেশনাকে চ্যালেঞ্জ করেই অতুল-মাহেন্দ্রর ১৮টি পয়েন্টে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ইউনিয়নের নির্ধারিত এই ভাড়া থেকে কম নিলে চালকদের মারধর ও আর্থিক জরিমানার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এতে শহর ও শহরতলিতে স্বল্প দূরত্বের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন।জানা যায়, ৮ জুলাই সর্বশেষ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শহরের মধ্যে অতুল-মাহেন্দ্রর বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও যানবাহনের পেছনের সংকীর্ণ সিটে ৪ জনের স্থলে ৩ জন যাত্রী বহনের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু প্রশাসনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে নামে দৌলতপুর-খুলনা বেবিটেক্সি সিএনজি চালিত অটোরিকশা ড্রাইভার ইউনিয়ন ও খুলনা জেলা বেবিটেক্সি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। কয়েকদফা ধর্মঘট ডেকে যাত্রী ভোগান্তির মধ্যে তারা মঙ্গলবার রাতে খুলনা-দৌলতপুর, রূপসা-পথেরবাজারসহ ১৮টি পয়েন্টে যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। ড্রাইভার ইউনিয়নের সভাপতি আ. কাদের মোল্লা জানান, অতুল-মাহেন্দ্রর পেছনের সিটে যাত্রী কম বহনের কারণে চালকদের আর্থিক ক্ষতি হবে। এ কারণে তাদের দাবির প্রেক্ষিতে যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এদিকে হঠাৎ করে যাত্রী ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তে যাত্রীদের পাশাপাশি অনেক চালকই আপত্তি জানিয়েছেন। কিন্তু ভাড়া কম নেওয়ার প্রমাণ পেলে ইউনিয়নের পক্ষ থেকে চালককে এক হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সকালে মহানগরীর দৌলতপুর বেবিস্ট্যান্ডে ভাড়া কম নেওয়ার কারণে একজন সিএনজি চালককে মারধর করা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ্জামান বলেন, খুলনায় পরিবহন খাতে চাঁদাবাজি ও যাত্রীদের জিম্মি করে ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, প্রতিদিন চালকদের কাছ থেকে ইউনিয়নের নামে বড় ধরনের চাঁদাবাজি করা হয়। যার একটা অংশ মেটাতে হয় যাত্রীদের। কারা এই টাকা ভোগ করেন তা খুঁজে বের করে প্রশাসনকে এ ব্যাপারে শক্ত ভূমিকা নেওয়ার দাবি করেন তিনি।

সর্বশেষ খবর