শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

‘মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত সংবাদ তরুণ প্রজন্মকে জানাতে হবে’

জবি প্রতিনিধি

মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত সংবাদ, সাংবাদিকদের লেখা ও তাদের স্মৃতিকথা পুস্তক আকারে বের করে তরুণ প্রজন্মকে জানাতে হবে। এতে করে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক হারুন হাবীব ‘মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বাঙালি জাতির হাজারো বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা।

সর্বশেষ খবর