শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরায় স্থাপত্য ও গৃহশিল্পের জমজমাট আন্তর্জাতিক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় স্থাপত্য ও গৃহশিল্পের জমজমাট আন্তর্জাতিক প্রদর্শনী

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল শুরু হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী —বাংলাদেশ প্রতিদিন

নির্মাণ অবকাঠামো, স্থাপত্য এবং কাঠ শিল্পের সর্বাধুনিক উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী। গতকাল থেকে জমজমাট এ প্রদর্শনী চলছে আইসিসিবির ১, ৩ এবং ৪ নম্বর হলজুড়ে।

‘বাংলাদেশ বিল্ডকন, গ্রিনআর্ক এবং বাংলাদেশ উড ইন্টারন্যাশনাল এক্সপো’ শীর্ষক তিন দিনের এ প্রদর্শনীতে বাংলাদেশসহ ১০টি দেশের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করছে। গতকাল সরেজমিনে দেখা গেছে, বিশ্বের বিখ্যাত প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীতে স্থাপত্যশিল্প ও নির্মাণশিল্পের নতুন প্রযুক্তি, পণ্য-সামগ্রী এবং বিভিন্ন সল্যুশন উপস্থাপন করছে। বর্তমানে বাংলাদেশে তৈরি বিশ্বমানের আসবাবপত্রও প্রদর্শন করা হচ্ছে। আয়োজক আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী এবং বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞদের অংশগ্রহণে বিশ্বমানের সেমিনারের আয়োজন করতে পেরে সত্যিই আমরা অনেক আনন্দিত। গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউিটের (এইচবিআরআই) ডিরেক্টর মোহাম্মদ শামীম আক্তার, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে এম আক্তারুজ্জামান, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট (ন্যাশনাল অ্যাফেয়ার্স) আর্কিটেক্ট জালাল আহমেদ প্রমুখ। ভারতের ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকছে।

সর্বশেষ খবর