রবিবার, ১৫ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে সোনা নকল ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে সোনা ও নকল ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। শুক্রবার তিন যাত্রীর কাছ থেকে এসব জব্দ করা হয়। চট্টগ্রাম থেকে আসা বাংলাদেশ বিমানের দুই যাত্রীর কাছে সাড়ে ৪ কেজি সোনা পাওয়া যায়। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ২০ হাজার টাকা। প্রায় ১২ ঘণ্টা পর চট্টগ্রাম থেকে আসা রাকিবুল হাসান সুমন নামে আরেক যাত্রীর কাছ থেকে ক্যান্সারের নকল ওষুধ জব্দ করা হয়।

গতকাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে আসা ছয় যাত্রীকে চেকিং রুমে নিয়ে শরীর তল্লাশি করা হয়। এ সময় দুই যাত্রীর প্যান্টের কোমরের মাঝে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সোনাগুলো জব্দ করে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কিছু টাকার বিনিময়ে সোনাগুলো দুবাই থেকে আসা এক যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে তাদের দিয়ে বহন করার কাজে নিয়োজিত করে। রাতে গোপন তথ্যানুযায়ী, চট্টগ্রাম থেকে আসার পরই সুমনের লাগেজ তল্লাশি করে নকল ওষুধগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। 

সর্বশেষ খবর