রবিবার, ১৫ জুলাই, ২০১৮ ০০:০০ টা

খুনের নির্দেশ আসে বিদেশ থেকে

আওয়ামী লীগ নেতা ফরহাদ হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী হত্যা মামলার মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন জাকির হোসেন, আরিফ মিয়া, আবুল কালাম আজাদ অনির, বদরুল হুদা সৌরভ ও বিল্লাল হোসেন রনি। এ সময় তাদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার গুলশান ও শাহআলী থেকে তাদের অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন বলেন, গত ১৫ জুন বাদ জুমা বাড্ডার আলীর মোড় এলাকায় বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় হওয়া মামলাটির থানা পুলিশের পাশাপাশি ডিবি উত্তর বিভাগ ছায়াতদন্ত শুরু করে।

১০ জুলাই এ হত্যা মামলার আসামি সুজনকে গ্রেফতার করা হয়। পরে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারই তথ্যের ভিত্তিতে এই পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আধিপত্য বিস্তার, অটোরিকশা স্ট্যান্ড ও ডিস ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধে ফরহাদ আলী খুন হন। এর আগে ৪ জুলাই রাতে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা দুই সন্ত্রাসী নিহত হয়। পরে তাদের পরিচয় জানা যায়, তারা হলো ফরহাদ হত্যাকাণ্ডের অন্যতম শুটার, ভিডিও ফুটেজে লাল গেঞ্জি পরা নুর ইসলাম ও শীর্ষ সন্ত্রাসী মেহেদীর সামরিক কমান্ডার অমিত।

সর্বশেষ খবর