মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

চিকিৎসার সময় দৃষ্টি হারানো ২০ জনের রিট নিয়ে শুনানি

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসা করাতে গিয়ে ২০ জনের দৃষ্টি হারানোর ঘটনায় হাই কোর্টে ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ শুনানি হয়। ২০ জনের চোখ হারানোর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের দুটি প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। বিষয়টি সাংবাদিকদের জানান রিট আবেদনকারী আইনজীবী অমিত দাশগুপ্ত। শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে আয়োজিত চক্ষু শিবিরে চিকিৎসা নিতে গিয়ে চোখ হারানো ২০ জনের ক্ষতিপূরণ নিয়ে রুল জারি করেছিল হাই কোর্ট। কিন্তু সেই রুলের জবাব না আসায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে ব্যাখ্যা দিতে তলব করে আদালত।

সেই অনুযায়ী গত ৯ জুলাই তারা আদালতে হাজির হন। ২৯ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘চক্ষু শিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। প্রকাশিত ওই প্রতিবেদনের ভিত্তিতে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় ১ এপ্রিল রিট করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর