বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা
কোটা আন্দোলন

জাবিতে জোরালো হচ্ছে সংস্কার আন্দোলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সরকারি চাকরিতে বিদ্যমান কোটাব্যবস্থা সংস্কার, দ্রুত প্রজ্ঞাপন জারি, আটক আন্দোলনসংশ্লিষ্টদের নিঃশর্ত মুক্তি দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এসব দাবিতে শুরুতে শুধু ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করলেও গতকাল বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের শিক্ষার্থীরা এতে যোগ দেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্লাস-পরীক্ষা বর্জন করা বিভাগগুলো হচ্ছে ইতিহাস, বাংলা, দর্শন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, সরকার ও রাজনীতি, প্রাণিবিদ্যা ও উদ্ভিদ বিজ্ঞান। এ ছাড়া কোটা সংস্কার আন্দোলনে যুক্ত থাকায় এক নারী শিক্ষার্থীকে জাবি ছাত্রলীগের কয়েক নেতা-কর্মী ফেসবুকে যৌন হয়রানির হুমকি দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে সরকার ও রাজনীতিসহ অন্যান্য বিভাগের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা যৌন হয়রানির হুমকি প্রদানকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে একই দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি বিভাগের করিডরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ খবর