শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা
এইচএসসির ফল ২০১৮

চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞানে বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে। এবার পাসের হার ৬২ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১৩ জন। গতবার পাসের হার ছিল ৬১ দশমিক ৯ শতাংশ ও জিপিএ-৫ পাওয়ার হার ছিল ১ হাজার ৩৯১ জন। এবার পাসের হারে ছাত্রদের থেকে ছাত্রীরা এগিয়ে। এবার ছাত্রীদের পাসের হার ৬৫ দশমিক ৮৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৪৭ শতাংশ। পদার্থ ও রসায়ন বিষয়ের ফল সন্তোষজনক হয়নি।

তবে গত বছরের তুলনায় এবার পাসের হার ১ দশমিক ৬৪ শতাংশ বাড়লেও বিজ্ঞানে ফল বিপর্যয় হয়েছে। যার প্রভাব পড়েছে সামগ্রিক ফলে। এবার পদার্থ ও রসায়নে ফল বিগত কয়েক বছরের তুলনায় খারাপ হয়েছে। চট্টগ্রাম মহানগরীসহ, চট্টগ্রাম জেলা, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৬ হাজার ৮৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ৬০ হাজার ৭৫৫ জন। চট্টগ্রাম বোর্ডে গতবার বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৭৭ দশমিক ৩৪ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ১১ শতাংশে। তা ছাড়া, এবার তিন পার্বত্য জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার খাগড়াছড়িতে। গতবার পাসের হার ছিল ৪৪ দশমিক ৬৩ শতাংশ, এবার পাসের হার হয়েছে ৩৬ দশমিক ৫১ শতাংশ। অপর দুই পার্বত্য জেলায়ও পাসের হার তেমন বাড়েনি।

সর্বশেষ খবর