রবিবার, ২২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

যে অভিযোগ বাক্স খোলাই হয়নি পাঁচ বছর

ঠাকুরগাঁও প্রতিনিধি

একটি অভিযোগ বাক্সের বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। গত পাঁচ বছরে একটি বারের জন্যও খোলা হয়নি এ বাক্স। ফলে বাক্সের মুখে লাগানো তালায় মরিচা ধরেছে, জরাজীর্ণ হয়ে পড়েছে বাক্স। বাক্সটির অবস্থান ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের দোতলার করিডোরে। এটি দুর্নীতি দমন কমিশনের অভিযোগ বাক্স। বিষয়টি নিয়ে নানা কথা উঠতেই নড়ে চড়ে বসেছেন ঠাকুরগাঁওয়ের বর্তমান জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান। তিনি বাক্সটি সম্পর্কে খোঁজ নিয়ে সেটি সচল করার উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে তিনি বিষয়টি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফের দৃষ্টিতে এনেছেন। পরে আবদুল লতিফ জেলা প্রশাসককে জানিয়েছেন, বাক্সটি দুদক দিনাজপুর কার্যালয় স্থাপন করেছে। তিনি দুদক দিনাজপুর কার্যালয় থেকে তথ্য নিয়ে জেনেছেন, এটি দেখভাল করার দায়িত্ব এবং প্রাপ্ত অভিযোগ দিনাজপুর দুদক দফতরে পাঠিয়ে দেওয়ার দায়িত্বও জেলা প্রশাসনের। মাসে একবার অভিযোগ বাক্সটি খুলে প্রাপ্ত অভিযোগসমূহ দিনাজপুর দুদক অফিসে পাঠানোর নিয়ম। কোনো মাসে অভিযোগ পাওয়া না গেলেও শূন্য প্রতিবেদন পাঠানোর কথা। আবদুল লতিফ দুদক দিনাজপুর অফিসের উপ-পরিচালক বেনজির আহম্মেদের সঙ্গে কথা বলে জেনেছেন, অভিযোগ বাক্সটি প্রায় ৫ বছর আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপন করা হয় এবং এর চাবি তৎকালীন এনডিসির হাতে হস্তান্তর করা হয়। কিন্তু ঠাকুরগাঁও জেলা থেকে আজ পর্যন্ত একটি প্রতিবেদনও পাঠানো হয়নি।

সর্বশেষ খবর