মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কোটি টাকা আত্মসাতের প্রতিবেদন বাতিল!

মূল্যায়ন সভায় মারামারি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু ভবন নির্মাণে কোটি টাকা আত্মসাতের অডিট প্রতিবেদন বাতিল করা হয়েছে। গতকাল আইনজীবী সমিতির সাধারণ সভায় প্রতিবেদনকে ‘অসম্পূর্ণ ও অসংলগ্ন’ আখ্যা দিয়ে তা’ বাতিল করা হয়। তবে অডিট প্রতিবেদন যাচাই-বাছাইয়ের ওই সভায় বহিরাগতদের অবস্থান ও একজন আইনজীবীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ২০১৬ সালে আইনজীবী সমিতির ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১৭ সালে ভবনটি নির্মাণের পর অনিয়মের অভিযোগ ওঠে। এতে জেলা আইনজীবী সমিতি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অডিট প্রতিবেদনে ঠিকাদারের শর্ত ভঙ্গ, মালামাল ক্রয়ে ভুয়া ভাউচার, প্রকৌশলীর পরামর্শক নিয়োগ না করা ও লিফট ক্রয়ে অনিয়মের অভিযোগ উত্থাপন করে। একই সঙ্গে প্রতিবেদনে সর্বমোট ১ কোটি ৩ লাখ ৩৯ হাজার টাকা অনিয়মের কথা উল্লেখ করা হয়। এদিকে ভবন নির্মাণে অনিয়মের অডিট প্রতিবেদন নিয়ে গতকাল আইনজীবী সমিতির সাধারণ সভায় আলোচনা  হয়। আইনজীবীদের একাংশ অভিযোগ করেন, বহিরাগতদের সভায় এনে ভয়ভীতি দেখিয়ে ও প্রভাব বিস্তার করে ওই প্রতিবেদন বাতিল করা হয়েছে। তবে জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবু শাহিন বলেন, সাধারণ সভায় উপস্থিত আইনজীবীদের অধিকাংশই ওই প্রতিবেদনকে অসম্পূর্ণ ও অসংলগ্ন উল্লেখ করে বাতিলের দাবি জানায়। এ কারণে প্রতিবেদনটি বাতিল করা হয়েছে।

 

সর্বশেষ খবর