মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ঢাবিতে বহিরাগত নিয়ে অপপ্রচার হয়েছে : উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বহিরাগতদের প্রবেশ নিয়ে ‘অপপ্রচার’ চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, অপপ্রচারের মাধ্যমে শিক্ষার্থীদের, তরুণদের উত্তেজিত করার একটি অপপ্রয়াস চালানো হয়েছে। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, জঙ্গি মতাদর্শে বিশ্বাসী মানুষ, চরমভাবাপন্ন মানুষ, মাদকসেবী ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী প্রচারের মানুষদের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারে না। উপাচার্য বলেন, আজকের এই অনুষ্ঠানে কত মানুষ আছে। অভিভাবক আছেন। সাবেক শিক্ষার্থীরা আছেন। তাদের তো কোথাও কোনো গেটে নিষেধাজ্ঞা বা বাধা দেওয়া হয়নি। সাবেক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় সব সময় উন্মুক্ত। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পীদের সম্মান বিশ্ববিদ্যালয়ে থাকবে। কিন্তু মাদকসেবী, জঙ্গি, চরমভাবাপন্ন, মস্তান, যারা মোটরসাইকেল নিয়ে দ্রুতবেগে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত করবে সেই মানুষের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভাবতে হবে।

আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয ঐতিহ্যগতভাবেই একটা প্রতিবন্ধকতা দেওয়া থাকে। এটা মানুষ ঠেকানোর জন্য নয়। সেখানে একজন নিরাপত্তারক্ষী থাকেন। তার বসার জন্য একটা ঘর করতে হয়। সেটা হচ্ছে নিরাপত্তা চৌকি। নিরাপত্তা চৌকি তৈরি করে বিশ্ববিদ্যালয়কে ক্যান্টনমেন্ট বানানো হচ্ছে। যারা মানসিকভাবে বিরক্ত থাকেন, তারা জনউত্তেজনা তৈরির জন্য এ ধরনের অপতথ্য প্রচার করেন।

১০ শিক্ষার্থী পেলেন সিতারা পারভীন পুরস্কার : অনুষ্ঠানে ২০১৭ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থীকে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন— মো. রাগিব রহমান, সঞ্জয় বসাক, ফারজানা তাসনিম পিংকি, জাকিয়া জাহান, মো. শামীম হোসেন, ওয়াহিদা জামান সিঁথি, সায়েদুজ্জামান, জিনাত শারমিন, দায়েদ হাসান ও দুর্জয় চক্রবর্তী। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভীন। তার স্মরণে প্রতি বছর সম্মান পর্বের কৃতী ১০ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ‘কেন নাটক’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন মঞ্চ অভিনেতা ও শিল্পী রামেন্দু মজুমদার। সভাপতির বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক কাবেরী গায়েন। আরও বক্তব্য দেন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী।

সর্বশেষ খবর