বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

জাবিতে মুখোমুখি অবস্থানে শিক্ষকরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ক্লাস শুরুর ছয় মাস পর আজ অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের (৪৭তম আবর্তন) বহুল আকাঙ্ক্ষিত প্রবেশিকা অনুষ্ঠান। প্রতি বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। তবে সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ কেন্দ্র করে আওয়ামীপন্থি শিক্ষকরা বর্তমানে দুই ভাগে বিভক্ত। আর প্রবেশিকা অনুষ্ঠান কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে তারা। এ নিয়ে ক্যাম্পাসে বিরাজ করছে টান টান উত্তেজনা।

জানা গেছে, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অনুসারী শিক্ষকদের দল ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’। আর সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের অনুসারী ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’। উপাচার্যবিরোধী গ্রুপের শিক্ষকরা ৬ দফা দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালন করেছে। এতে বন্ধ ছিল সব ধরনের প্রশাসনিক কার্যক্রম। তাদের ৬ দফা দাবির অন্যতম হলো— আইন অনুষদের নবনিযুক্ত ডিনকে অপসারণ। তারা তাদের দাবিতে বর্তমান ডিনকে ‘অবৈধ’ উল্লেখ করে তাকে গতকালের মধ্যে অপসারণের আলটিমেটাম দেয়। তা না হলে আজকে অনুষ্ঠিতব্য প্রবেশিকা অনুষ্ঠান যে কোনো মূল্যে প্রতিহত করা হবে বলে জানায়। তবে যে কোনো মূল্যে শিক্ষার্থীদের এই অনুষ্ঠান বাস্তবায়ন করা হবে জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপাচার্যপন্থি শিক্ষকরা। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ও জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণার্থে যে অনুষ্ঠান তা প্রতিহত করার কর্মসূচি অত্যন্ত ন্যক্কারজনক।’

সর্বশেষ খবর