রবিবার, ২৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নিরাপত্তায় এসএসএফ সদস্যদের দক্ষ করে গড়ে তুলতে হবে

—— রাষ্ট্রপতি

প্রতিদিন ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের প্রতি রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের দক্ষ, চৌকস ও যুগোপযোগী নিরাপত্তাকর্মী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। খবর বাসস।

গতকাল রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এসএসএফের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পেশাদারিত্ব অর্জনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা, সব সহযোগী এজেন্সির সঙ্গে সুসম্পর্ক, নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে হবে। একই সঙ্গে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে। এর আগে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিকুর রহমান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর