সোমবার, ৩০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মিছবাহুরের নেতৃত্বে ১০ দলীয় জোটের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ১০টি রাজনৈতিক দল নিয়ে ‘পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ নামের জোট গঠন করেছেন বাংলাদেশ ইসলামী জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। এ সময় জোটের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলামসহ ১০টি দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আমরা কিছু অঙ্গীকারের ভিত্তিতে তাকে সমর্থন করেছিলাম। তার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে আগামীতেও সমর্থন করব। তিনি বলেন, দুই বছর আগে থেকেই এই জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়।  পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্স শুধু নির্বাচনী জোট নয়, এটা একটা আদর্শিক জোট হিসেবে নির্বাচনের পরও টিকে থাকবে। আমরা এ সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য কাজ করব। জোটের শরিক দলগুলো হলো— বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী গ্রুপ), বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক ফ্রন্ট, বাংলাদেশ জমিয়তে দারুস সুন্নাহ, বাংলাদেশ গণসেবা কাফেলা, বাংলাদেশ গণসেবা আন্দোলন, বাংলাদেশ ইসলামী পেশাজীবী পরিষদ ও বাংলাদেশ ইসলামী ডেমোক্রেটিক ফোরাম।

সর্বশেষ খবর