সোমবার, ৩০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

দুদকের হস্তক্ষেপে গুলশানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে রাজধানীর গুলশান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গুলশানের নিকেতন এলাকার একটি প্লটে রাজউকের নকশা বহির্ভূতভাবে ইমারত নির্মাণ কাজ চলছে এমন অভিযোগে গতকাল নির্মাণস্থলে অভিযান চালিয়েছে দুদক।  দুদক জানায়, গতকাল সরেজমিন সেখানে গিয়ে দুদক টিম দেখতে পায় নিকেতন আবাসিক এলাকার ব্লক-ডি,  রোড নম্বর ১০/২ এ অবস্থিত ১০২ নম্বর প্লটটিতে ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবন নির্মাণে সড়কের জন্য ৪.১ ফুট জায়গা ছাড়ার কথা থাকলেও মাত্র এক ফুট জায়গা ছাড়া হয়েছে। অবশিষ্ট ৩ ফুট জায়গা অবৈধ দখলে। এমন অবৈধ দখল ছাড়তে রাজউক গত ১৬ জুলাই  নোটিস প্রদান করে। ভূমির মালিক হোসাইন আহমদ রাজউকের নোটিস অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখেন।

সর্বশেষ খবর