শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
সিটিতে প্রতিবাদী বিএনপি

রাজশাহী নির্বাচন বাতিলের দাবিতে রাজপথে নেতারা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বিএনপি। গতকাল সকালে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ হয়। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, ভোটে অনিয়ম, কারচুপি এবং প্রকাশ্যে ভোট ডাকাতি করা হয়েছে। ফলে এ নির্বাচন বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন তারা। নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন এবং পুলিশ বিভাগ নির্বাচনের তফশিলের পর থেকে প্রকাশ্যে অনিয়ম, বেআইনি কার্যকলাপ এবং পক্ষপাতমূলক আচরণ করেছে, যা লিখিতভাবে, মৌখিকভাবে ও মিডিয়ার মাধ্যমে জানানো হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫০টি অভিযোগ জানানো হয়েছে কিন্তু রিটার্নিং অফিসার কোনো পদক্ষেপ না নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে পূর্ণ সমর্থন করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ যৌথভাবে মোট ৭৭টি কেন্দ্র থেকে এজেন্টদের বলপূর্বক বের করে দেয়, প্রিসাইডিং অফিসাররা পোলিং এজেন্টদের ব্যালট বাক্স ও ব্যালট পেপারের হিসাব দেয়নি। তাদের কাছে থাকা ফর্মে বিএনপির এজেন্টদের স্বাক্ষর নেয়নি, রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে প্রায় ২০টি ওয়ার্ডের প্রত্যেকটি কেন্দ্রে বিএনপি নেতা-কর্মীদের ভোট দিতে না দিয়ে তাদেরকে কেন্দ্র থেকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা।

সর্বশেষ খবর