শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক

৩৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের এই পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গতকাল বলেন, রাজধানীর ২৫টি কেন্দ্রে এ পরীক্ষা চলবে। এই প্রিলিমিনারি পরীক্ষার পর কোনো লিখিত পরীক্ষায় বসতে হবে না প্রার্থীদের। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য তিনি সবার সহযোগিতা চান।  গতকাল এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, মোবাইল ফোন, ঘড়ি, সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, গহনা-অলঙ্কার, ক্রেডিটকার্ড, ব্যাংককার্ড এবং ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ। এসব জিনিস নিয়ে  কেউ পরীক্ষার হলে প্রবেশ করলে সেগুলো বাজেয়াপ্ত করে প্রার্থিতা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে। গত ৮ এপ্রিল ৩৯ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

সর্বশেষ খবর