শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

খুলনায় সরকারি হাসপাতালের চিকিৎসক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার শেখ আবু নাসের হাসপাতালের সরকারি ওষুধ চুরির মামলায় ফার্মেসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. অলোক কুমার মণ্ডলকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী দুদকের পিপি অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৭ সালের ২১ আগস্ট হাসপাতালের বিপুল পরিমাণ ওষুধ পাচারের সময় ফার্মাসিস্ট দেবপ্রসাদ রায় ও তার শ্যালক দিপংকর সানাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে পুলিশকে ঘুষ দিতে গেলে ঘুষের সাড়ে ৯ লাখ টাকা জব্দ করা হয়। ওষুধ পাচারের ঘটনায় ২১ আগস্ট খালিশপুর থানায় মামলা হয়।

সর্বশেষ খবর