শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
প্রসঙ্গ : শিক্ষার্থীদের আন্দোলন

তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করুন

—কাজী রিয়াজুল হক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির দ্রুত বাস্তবায়ন করে গণপরিবহনে নৈরাজ্য নিরসন করুন। কিছু অসাধু পরিবহন মালিক আইনের তোয়াক্কা না করে চলাচলের অযোগ্য গাড়ি অদক্ষ ড্রাইভারের হাতে তুলে দিচ্ছেন। ফলে সড়ক একটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এতে জনগণের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। কাজী রিয়াজুল হক বলেন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ির আধিক্য এবং অদক্ষতার কারণে পরিবহন খাতে নৈরাজ্য চলছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার নিন্দা জানান মানবাধিকার কমিশন চেয়ারম্যান। সেই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, নিরাপদ সড়কের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করে ঘাতক বাসচালকসহ সড়ক পরিবহন খাতের নৈরাজ্যের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী সোমবার বৈঠকে নিরাপদ সড়কের জন্য সুপারিশ তৈরি করবে মানবাধিকার কমিশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর