শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাবাসন প্রস্তুতি দেখতে মিয়ানমার যাচ্ছেন

রোহিঙ্গা নিয়ে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

সিঙ্গাপুরে আশিয়ান রিজিওনাল ফোরাম মিটিংয়ের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল বিজয় কুমার সিং (অব.)। বৈঠকে তারা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সর্বশেষ বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সন্ধ্যায় মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ৯ আগস্ট তার মিয়ানমার সফরের বিষয়ে অবহিত করেন। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য তৈরি করা আবাসনব্যবস্থার সর্বশেষ পরিস্থিতি দেখবেন। জবাবে ভারতের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় সব সহযোগিতা করতে প্রস্তুতির কথা পুনরায় জানান প্রতিমন্ত্রী বিজয় কুমার সিং। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি ইস্যুতে ভারতের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি ও বিমসটেক কার্যকরে বাংলাদেশের সহযোগিতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ভারতের প্রতিমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আশিয়ান সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী মাহমদু আলী কানাডার পররাষ্ট্রমন্ত্রী ত্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় কানাডার পররাষ্ট্রমন্ত্রী বিশালসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসার পাশাপাশি সব ধরনের সহযোগিতার কথা পুনরুল্লেখ করেন। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে তার ঢাকা সফরে দেওয়া আন্তরিক সম্ভাষণের জন্যও ধন্যবাদ জানান কানাডার পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঢাকা সফরের আমন্ত্রণ পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী। জবাবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রধানমন্ত্রীর কাছে এই আমন্ত্রণ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সিঙ্গাপুরে দুই দিনের এই সম্মেলনের শেষ দিন আজ বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর