রবিবার, ৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীতে কোরবানির পশু সংকট চরমে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এবার কোরবানির পশুর সংকট পড়তে যাচ্ছে। খামারিরা এবার পশু পালনে খুব একটা আগ্রহ দেখাননি। যে কারণে জেলায় প্রায় দুই লাখ পশুর সংকট আছে বলে দাবি করেছেন খামারিরা। খামারিরা জানান, গত কয়েক বছর ধরে লাগামহীনভাবে গো-খাদ্যের দাম বেড়েছে। বেশি দামে গো-খাদ্য কিনে পশু পালন করে সে অনুপাতে বাজারে দাম না পেয়ে গত বছর লোকসান গুনতে হয়েছে। লাভ তো দূরের কথা, অনেক ছোট ছোট খামারি পথে বসে গেছেন। অনেক ছোট-বড় খামারি তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। সে কারণে এ বছর পশু সংকট দেখা দিয়েছে। রাজশাহী জেলা প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যে, এ বছর জেলায় কোরবানিতে চাহিদা আছে তিন লাখ ১০ হাজার পশু। জেলার ৯ উপজেলা ও নগরীতে ছোট-বড় মিলে ১৭ হাজার ৭০০টি খামার আছে। এসব খামারে মজুদ আছে এক লাখ ২৫ হাজার ৫০৯ কোরবানিযোগ্য পশু। এর মধ্যে আছে ষাঁড় ১৮ হাজার ৭১২টি, বলদ ৩ হাজার ৭২৯টি, গাভী ৬ হাজার ৮৩৪টি, মহিষ ২ হাজার ৬০৪টি, ছাগল ৮৫ হাজার ৩১৭টি, ভেড়া ৭ হাজার ৭৮০টি ও অন্য ৫৩৩টি পশু মজুদ আছে। রাজশাহীর জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, রাজশাহীতে যে দুই লাখ পশু সংকট আছে তা মে মাসের হিসাব। আবারও চলতি মাসে হিসাব করা হচ্ছে। ঈদ আসতে আসতে এর সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর