সোমবার, ৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নানা অভিযোগের মধ্যেই চলছে রেলের নিয়োগ কার্যক্রম

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল, পুনঃপরীক্ষা ও কৌশলী তদ্বিরসহ নানা অভিযোগের মধ্য দিয়ে রেলওয়ের বিভিন্ন পদে নিয়োগ কার্যক্রম চলছে। ঈদের আগেই এই নিয়োগ কার্যক্রম শেষ করতে নিয়োগ কমিটি কাজ করছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ের টিকিট কালেক্টর গ্রেড-২ ৭১টি পদের নিয়োগ পরীক্ষা গত ২০ জুলাই শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ। ৩১ আগস্ট আবারও এ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। একইভাবে ট্রেড এ্যাপ্রেন্টিসের ১৮০টি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা বাতিলের পর ২৯ জুন ফের অনুষ্ঠিত হয়। সহকারী স্টেশন মাস্টারের ৮৬টি পদের নিয়োগ পরীক্ষা ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০১৬ সালের সিওএস দফতরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৬৬ পদ), সিপিও দফতরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (১৩৩ পদ), খালাসি (১২৬ পদ), খালাসি (৮৬৫ পদ), নিরাপত্তা বাহিনীর সিপাহীসহ (১৮৩ পদ) নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। চলমান প্রায় প্রতিটি ক্যাটাগরির নিয়োগেই রাজনৈতিকসহ বিভিন্ন স্থান থেকে নানা কৌশলে তদ্বির শুরু হয়েছে। এসব তদ্বিরে যেমনি আতঙ্কিত হচ্ছে নিয়োগ কমিটির সদস্যরা, তেমনি নিয়োগ কমিটির সুবিধাভোগী সদস্যরা পছন্দের লোক নিতে নানা কৌশলী আচরণও করছেন। পূর্বাঞ্চলের ওয়েলফেয়ার কর্মকর্তা (এসডব্লিউ) আবু খালেদ চৌধুরী বলেন, টিকেট কালেক্টর (টিসি) ও ট্রেড এ্যাপ্রেন্টিস পরীক্ষা বাতিলের পর আবারও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। একইভাবে অন্যান্য ক্যাটাগরির নিয়োগ প্রক্রিয়া শেষ করতে কাজ চলছে।

সর্বশেষ খবর