মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা-লেখক মেজর কামরুল আর নেই

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা-লেখক মেজর কামরুল আর নেই

বীর মুক্তিযোদ্ধা, সেন্টার ফর লিবারেশন ওয়ার স্টাডিজের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক বহু গ্রন্থের প্রণেতা মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়া (৬৬) আর নেই। গতকাল দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একাত্তরের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাকে গত বছর আজীবন সম্মাননা জানায় বাংলাদেশ প্রতিদিন। মুক্তিযুদ্ধবিয়ষক সাহিত্যে বিশেষ অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭ পেয়েছিলেন তিনি। মেজর (অব) কামরুল হাসান ভূঁইয়া ১৯৫২ সালের ২৪ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন। যশোর জিলা স্কুল এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন তিনি। এরপর সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন। মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের যোদ্ধা ছিলেন তিনি। মেজর (অব) কামরুল হাসান ভূঁইয়া রচিত মুক্তিযুদ্ধবিষয়ক উল্লেখযোগ্য বইগুলো হলো, ‘জনযুদ্ধের গণযোদ্ধা’, ‘বিজয়ী হয়ে ফিরব নইলে ফিরবই না’, ‘২ নম্বর সেক্টর এবং কে ফোর্স কমান্ডার খালেদের কথা’ (সম্পাদিত), ‘একাত্তরের কন্যা, জায়া, জননীরা’, ‘পতাকার প্রতি প্রণোদনা’, ‘মুক্তিযুদ্ধে শিশু-কিশোরদের অবদান’, ‘একাত্তরের দিনপঞ্জি’।

সর্বশেষ খবর