বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সিলেটে দুই মামলায় বিএনপির ৫৫ নেতা-কর্মীর জামিন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পুলিশের কাজে বাধা দান ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির ৫৫ নেতা-কর্মী। গতকাল মহানগর দায়রা জজ মফিজুর রহমান ভুইয়া তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুর মুক্তাদির, এম এ হক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সহসভাপতি সালেহ আহমদ খসরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী। এর আগে উচ্চ আদালত থেকে ওই দুই মামলায় বিএনপি নেতা-কর্মীরা দুই সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল তারা সিলেট মহানগর  আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। প্রসঙ্গত, গত ২২ জুলাই ভোরে বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থাপিত আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ ঘটনায় শাহপরান থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে ২১ জুলাই বেলা দেড়টা থেকে নগরীর উপশহরের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীসহ অবস্থান নেন আরিফ। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে শাহপরান থানা পুলিশ।

সর্বশেষ খবর