শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

অবশেষে বরিশালে চালু হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

আরেকটিতে ত্রুটি বিচ্যুতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নির্মিত দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মধ্যে বেলতলা এলাকার প্লান্টটি আগামী এক সপ্তাহের মধ্যে চালু করতে যাচ্ছে সিটি করপোরেশন। ইতিমধ্যে নির্মাণকারী সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্লান্টটি সিটি করপোরেশনকে বুঝিয়ে দিয়েছে। তাদের তত্ত্বাবধানে কয়েক দিন ধরে পরীক্ষামূলক পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিসির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান।

তিনি জানান, বেলতলার প্লান্টটির দায়িত্ব হস্তান্তরের জন্য গত মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের উপস্থিতিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এবং বিসিসির মধ্যে সমঝোতা চুক্তি হয়। বেলতলা প্লান্টের দায়িত্ব গ্রহণের পর পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া এবং পাইপলাইনের ত্রুটি চিহ্নিত করার কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্লান্টের মাধ্যমে কীর্তনখোলা নদীর পানি শোধন প্রক্রিয়ায় বিশুদ্ধ পানিতে পরিণত করে নগরবাসীকে সরবরাহ করা হবে। প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, নগরীর রূপাতলীতে নির্মিত প্লান্টটি ত্রুটিমুক্ত না হওয়ায় সেটির দায়িত্ব এখন পর্যন্ত বিসিসি কর্তৃপক্ষ গ্রহণ করেনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর খুব শিগগিরই ওই প্লান্টের ত্রুটিমুক্ত করে বিসিসির কাছে দায়িত্ব বুঝিয়ে দেবে।  কীর্তনখোলার পানি শোধন করে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২৭ কোটি টাকা ব্যয়ে বেলতলায় এবং ২৪ কোটি টাকা ব্যয়ে রূপাতলীতে দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। নির্মাণের পর প্লান্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বিসিসিকে। এ দুটি প্লান্টের মাধ্যমে প্রতিদিন ৩ কোটি ২০ লাখ গ্যালন বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে।

সর্বশেষ খবর