শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বজ্রপাত সচেতনতায় এমআইএসটিতে সেমিনার

‘বজ্রপাতের কারণ, প্রতিকার ও ক্ষয়ক্ষতি লাঘবের উপায়’ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ গতকাল এক সেমিনার ও কর্মশালা করেছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা সেমিনার পরবর্তী বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধ কল্পে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার ও নকশা সংক্রান্ত বিষয়ে হাতে-কলমে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পান। সেমিনারে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি ছিলেন। এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়েরসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি ও আধা-সরকারি সংস্থা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন। আইএসপিআর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর