শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

‘বঙ্গবন্ধু এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক আর্টক্যাম্প

সাংস্কৃতিক প্রতিবেদক

‘বঙ্গবন্ধু এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক আর্টক্যাম্প

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে চলছে মাসব্যাপী কর্মসূচি।

কর্মসূচির অংশ হিসেবে দেশের খ্যাতিমান প্রবীণ ও তরুণ ৫০ জন শিল্পীর অংশগ্রহণে গতকাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আর্টক্যাম্প।

একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে সকালে একাডেমির চিত্রশালা প্লাজায় ‘বঙ্গবন্ধু এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক আর্টক্যাম্পের উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় অংশ নেন শিল্পী হাশেম খান, আনোয়ার হোসেন ও জামাল আহমেদ। অন্যদিকে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘শিশুর তানে বাউলের গানে বঙ্গবন্ধু’ শীর্ষক সংগীতানুষ্ঠান।

মিউজিক্যাল অ্যালবাম ‘মায়া বাড়াইছে’ : ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করেছে কণ্ঠশিল্পী রূপসার মিউজিক্যাল অ্যালবাম ‘মায়া বাড়াইছে’। অ্যালবামটির গল্প বিন্যাস ও নির্দেশনায় রয়েছেন মাহিন আওলাদ।  গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর