শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সিলেট সিটির স্থগিত দুই কেন্দ্রে নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটির স্থগিত দুই কেন্দ্রে নির্বাচন আজ

সিলেট সিটি নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে আজ ভোট অনুষ্ঠিত হবে। ২৪ নম্বর ওয়ার্ডের হযরত বোরহান উদ্দিন (রহ.) গরম দেওয়ান সরকারি প্রাথমিক ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দুই কেন্দ্রের ৪ হাজার ৭৮৭ ভোটের মধ্যে ৮১ ভোট পেলেই মেয়র পদে বিজয়ী হবেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের চেয়ে আরিফ এগিয়ে রয়েছেন ৪ হাজার ৬২৬ ভোটে। আরিফ ৯০ হাজার ৪৯৬ ও কামরান ৮৫ হাজার ৮৭০ ভোট পেয়েছেন। এদিকে, স্থগিত এ দুই কেন্দ্রের ভোটের মাধ্যমে আজ ভাগ্য নির্ধারণ হবে ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডে (স্থগিত কেন্দ্র ছাড়া) জামায়াত প্রার্থী সোহেল আহমদ রিপন ২ হাজার ৬৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী আজম খান। তিনি পেয়েছেন ৩ হাজার ২৫৪ ভোট।

এদিকে দুই প্রার্থীর ভোট সমান সংখ্যক হওয়ায় আজ সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড ১৯, ২০ ও ২১) নারী কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে নাজনীন আক্তার কণা (জিপ গাড়ি) ও নার্গিস সুলতানা (চশমা) ৪ হাজার ১৫৫ করে সমান সংখ্যক ভোট পান। এদিকে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার বরাবরে পাঠানো আবেদনে জানিয়েছেন স্থগিত দুই কেন্দ্রের ৪ হাজার ৭৮৭ ভোটারের মধ্যে মৃত ও প্রবাসী রয়েছেন ৩০১ জন। আরিফুল হক চৌধুরীর দাবি সঠিক হলে স্থগিত দুই কেন্দ্রে কোনো ভোট না পেলেও তিনি মেয়র পদে বিজয়ী হবেন।

সর্বশেষ খবর