শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
আইসিসিকে মিয়ানমার

ওই আবেদন খারিজ করে দেওয়া উচিত

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গা বিতাড়নের প্রশ্নে মামলা বিচারের এখতিয়ার হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আছে কিনা জানতে চেয়ে যে আবেদন করা হয়েছিল তার জবাবে মিয়ানমার বলেছে, ওই আবেদন খারিজ করে দেওয়া উচিত। এ আবেদন ‘সারবত্তাহীন’। সূত্র : রয়টার্স।

উল্লেখ্য, বিচারিক এখতিয়ার প্রশ্নে মিয়ানমারের বক্তব্য জানাতে ২৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। এর জবাবে মিয়ানমারের নেত্রী অং সান সু চির দফতর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, আইসিসির প্রশ্নের আনুষ্ঠানিক কোনো জবাব তারা দেবে না। মিয়ানমার কেন এই প্রক্রিয়ায় যুক্ত হবে না- তার একটি ব্যাখ্যাও সু চির দফতর দিয়েছে। সেখানে বলা হয়েছে, আইসিসির কৌঁসুলি ফাতোও বেনসুদার ওই আবেদন মিয়ানমারের ওপর বিচারিক এখতিয়ার পাওয়ার একটি পরোক্ষ চেষ্টা হয়ে থাকতে পারে, যদিও মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যই নয়। প্রসঙ্গত, লাখ লাখ রোহিঙ্গাকে যেভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে, তার বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের আছে কিনা- তা জানতে চেয়ে হেগের ওই আদালতের কৌঁসুলি ফাতোও বেনসুদা গত এপ্রিলে আবেদনটি করেছিলেন।

 

সর্বশেষ খবর