শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

গ্রেফতার ছাত্রদের মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়কের দাবিতে গ্রেফতার ছাত্রদের মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র মজলিসের সভাপতি এম রহমত আলী। তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনে দেশের মানুষের সমর্থন ছিল। ছাত্ররা দেখিয়ে দিয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও লাইসেন্সবিহীন, দেশের আইন না মেনে গাড়ি চালিয়ে যাচ্ছেন। গতকাল পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের বার্ষিক অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অধিবেশনে আরও বক্তব্য দেন মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, মুফতি আবদুল মুমিন, সোহাইল আহমদ, মুহাম্মদ আতাউল্লাহ, মুহাম্মদ উবায়দুর রহমান প্রমুখ। এম রহমত আলী আরও বলেন, অনেক স্থানে আন্দোলনকারী ছাত্রদের অহেতুক হয়রানি করা হচ্ছে এবং গ্রেফতার করা হয়েছে। তা কোনোভাবেই কাম্য নয়। তিনি হয়রানি বন্ধ ও গ্রেফতার ছাত্রদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর