রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দেশে এখন চরম অরাজকতা

------- এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে হয়ে গেল নির্বাচনী সমঝোতা। এ উপলক্ষে গতকাল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমাদের উদ্দেশ্য ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা। বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা করায় সাংগঠনিকভাবে আমরা অনেক শক্তিশালী হয়েছি।’ অন্যদিকে খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল হাবিবুর রহমান বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিয়ে জনগণের প্রত্যাশা অনুসারে রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন আনতে সক্ষম হব ইনশা আল্লাহ।’ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা মো. জালাল উদ্দিনের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, বিএনএ মহাসচিব অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, দেশে এখন চরম অরাজকতা, সুশাসনের অভাব সবখানে। বিএনপি নির্বাচনে এলে এক ধরনের কৌশল নেবে জাতীয় পার্টি। আর না এলে ৩০০ আসনেই মনোনয়ন দেওয়ার প্রস্তুতি আছে জাতীয় পার্টির। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ আরও বলেন, সুন্দর পরিবেশ হলে বর্তমান কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে। তিনি বলেন, জাতীয় পার্টির একটি জোট আছে, তবে এখনো বলার সময় আসেনি কোন কোন দলের সঙ্গে নির্বাচনী জোট হবে। তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্ররা খালি হাতে নেমেছিল। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সন্তানদের মায়ের কান্না আর ছাত্রদের আর্তনাদ যেন দেখার কেউ নেই। সড়কে দুর্ঘটনায় শিশুরা জীবন দেবে, নিরাপদ সড়কের জন্য কোমলমতি শিশুরা আন্দোলন করবে এজন্য তো দেশ স্বাধীন হয়নি। এরশাদ বলেন, মুসলিম বিশ্বকে ধংস করতে পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্রের শিকার হয়ে আজ মুসলিম দেশগুলো একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। ইরাক, প্যালেস্টাইন ধংস করে দেওয়া হচ্ছে, কেউ প্রতিবাদ করছে না। সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মেজর মো. খালেদ আখতার (অব.), শফিকুল ইসলাম সেন্টু, বিএনএর যুগ্মমহাসচিব শেখ মোস্তাফিজুর রহমানসহ জাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর