রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ড. হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

ড. হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকী আজ

প্রথাবিরোধী ও বহুমাত্রিক লেখক ড. হুমায়ুন আজাদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ড. হুমায়ুন আজাদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকাল সাড়ে ৯টায় হুমায়ুন আজাদের জন্মভূমি বিক্রমপুরের রাড়িখাল গ্রামে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া লেখকের গ্রাম ‘রাড়িখাল ঘুমের ভিতর  শ্রাবণ ধারার’ জ্যোতির্ময় আঙিনায় অনুষ্ঠিত হবে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে হুমায়ুন আজাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  সাজ্জাদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথাবিরোধী এই লেখকের গ্রামের বাড়িতে ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে হুমায়ুন আজাদ কমপ্লেক্স নির্মাণের কাজ। ফাউন্ডেশনের উদ্যোগে হুমায়ুন আজাদের পৈতৃক জমিতে ‘ড. হুমায়ুন আজাদ গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, হুমায়ুন আজাদের জন্ম ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল গ্রামে। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে মৌলবাদীদের হামলায় গুরুতর আহত হন। ওই বছরের ৭ আগস্ট জার্মানির মিউনিখে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ খবর