রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বরিশালে ৩০ কেন্দ্রে অনিয়ম তদন্তে কমিশনের দল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অভিযুক্ত ৩০টি কেন্দ্রের তদন্ত শুরু হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি দল এ কার্যক্রম  শুরু করেন। আগামী ১৪ আগস্ট পর্যন্ত তদন্ত কার্যক্রম চলবে। দলের প্রধান নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমান জানান, তারা মাঠপর্যায় থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সংশ্লিষ্ট সবার সাক্ষ্য গ্রহণ করছেন। এর ভিত্তিতে তারা আগামী ১৫ দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেবেন। এরপর ওইসব কেন্দ্রে নতুন নির্বাচন হবে নাকি ফল ঘোষণা হবে সেটা সিদ্ধান্ত নেবে কমিশন। গত ৩০ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগে ছয়জন প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর মধ্যে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী বাদে অপর পাঁচজন একযোগে নির্বাচন বর্জন করেন। নির্বাচন কমিশন ওইদিন একটি কেন্দ্রের ভোটগ্রহণ এবং ১৫টি কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত করেন।

সর্বশেষ খবর