রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শ্রাবণে বর্ষার গান

সাংস্কৃতিক প্রতিবেদক

শ্রাবণে বর্ষার গান

শ্রাবণের সন্ধ্যা, বৃষ্টি ছিল না। আকাশ মেঘমুক্ত। এমন দিনে গতকাল বৃষ্টির সুরে ভিন্ন এক আসর বসেছিল শিল্পকলা একাডেমিতে। গানের সুরে সুরে বর্ষার আমেজে মেতে উঠেছিলেন শিল্পীরা।

‘শ্রাবণের মেঘ এসে জমে শুধু আকাশে’ ‘টিনের চালে টাপুর টুপুর’ ‘যখন বৃষ্টি নামে প্রাণহীন এই শহরে’ ‘সাদা মেঘের দল’ ‘দোহাই শ্রাবণ এসো না’ ইত্যাদি গানে বর্ষার প্রভাব নেমে এসেছিল সমগ্র মিলনায়তনে। ‘বর্ষার নতুন গান’ শিরোনামের এই সংগীতাসরের আয়োজন করেছিল সৃজনশীল গানের দল নিবেদন। শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বসেছিল এ আসর।

‘মেঘ পাঠালো নতুন গানের নিমন্ত্রণ’ গানটির সম্মেলক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর শুরু হয় একক পরিবেশনা। এ পর্বে নিজ নিজ পরিবেশনায় বর্ষাকে মূর্ত করে তোলেন শিল্পী বিশ্বজিৎ রায়, সুমনা দাশ, সুজ্যোতি রায়, সঞ্জয় কবিরাজ, সুতপা রায়, রজত দত্ত, সেলিম রেজা, লীনা দাস, জয়ন্ত মণ্ডল প্রমুখ। দ্বৈত কণ্ঠে সংগীত পরিবেশন করেন সুজন রায় ও অমিতাভ, মুক্তা ও স্মৃতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর