মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শেয়ারবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে দরপতন

সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৯ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে। খাতভিত্তিক ব্যাংকিং শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। লেনদেন হওয়া ১২টি বা ৪০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। অপরিবর্তিত রয়েছে ৮টির বা ২৭ শতাংশের এবং শেয়ার দর বেড়েছে ১০টির বা ৩৩ শতাংশ কোম্পানির। লেনদেনে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ ও সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৮ ও ১৮৮৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২২ লাখ টাকার; যা আগের দিন থেকে ১৭০ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮১৮ কোটি টাকার। হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২টির, কমেছে ২০০টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। সিএসইর সার্বিক  সূচক সিএএসপিআই ১০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে  ১৬৫১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৬, সিএসই-৩০ সূচক ১৬৫, সিএসইএক্স ৬৬ পয়েন্ট ও সিএসআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০২, ১৪৩৪২, ১০০০০ ও ১০৯৩ পয়েন্টে। ৩২ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে; যা আগের দিন থেকে ১৩ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫ কোটি টাকার। হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর