মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নানা কর্মসূচির মধ্য দিয়ে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বিকালে এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হল সংলগ্ন তারেক-মিশুক স্মৃতি স্থাপনার পাদদেশে তারেক মাসুদ স্মৃতি বক্তৃতা ২০১৮ অনুষ্ঠিত হয়। এ বক্তৃতার আয়োজন করে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। ‘দেশভাগের চলচ্চিত্রে : বিশ্লেষণ ও পর্যালোচনা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন চলচ্চিত্রকার আকরাম খান। তিনি বলেন, তারেক মাসুদ যে চলচ্চিত্র নির্মাণ করতেন তা নিজের অভিজ্ঞতা থেকেই করতেন। চলচ্চিত্রে নিজস্ব একটি আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন তিনি। সমাপনী আলোচনায় তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ক্যাথরিন মাসুদ দুর্ঘটনার কথা স্মরণ করে বলেন, আমরা কয়েকজন সেই গাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও তারেক মাসুদসহ বাকিরা চলে গেছেন না ফেরার দেশে। তারেক মাসুদ আমাদের পাশে না থাকলেও তাঁর সৃষ্টিকর্ম আছে। তাঁর ভাবনাই বেঁচে থাকবে।

সর্বশেষ খবর