বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

গ্যাসলাইনে হঠাৎ বিস্ফোরণ ১০ গার্মেন্টকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম

রাজধানীর মিরপুরে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরিত হয়ে ১০ গার্মেন্ট কর্মী আহত হয়েছেন। গতকাল সকালে মিরপুর-১৩ নম্বর সেকশনের বি ব্লকের অপেক্স গার্মেন্টে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নাজমাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়েছে। নাজমার সহকর্মী সুমন জানান, অপেক্স গার্মেন্টে তারা কাজ করেন। সকালে যখন শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানার দরজা দিয়ে ঢুকছিলেন, তখন ওই কারখানার গ্যাস লাইনের পাইপে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটেনি। তবে লাইনের পাইপ ছিটকে গায়ে মাথায় লেগে কয়েকজন আহত হন। ফায়ার সার্ভিস সূত্র বলছে, গ্যাস লাইনের পাইপ বিস্ফোরিত হয়ে ১০ শ্রমিক আহত হয়েছেন। তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আহত শ্রমিকদের উদ্ধার করা হয়। তবে আগুনের ঘটনা ঘটেনি। কাফরুল থানার এসআই আল আমিন জানান, সকালে গ্যস লাইনের পাইপ বিস্ফোরিত হয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

চট্টগ্রামে ভ্যান চালকের মৃত্যু : চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কামাল উদ্দিন নামে এক রিকশা ভ্যান চালকের মৃত্যু হয়েছে। গতকাল নগরীর সদরঘাট থানাধীন কর্ণফুলী নদীর ঝুট র‌্যালি ঘাট-২ এলাকায় এ ঘটনা ঘটে।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ওয়েল্ডিং করার জন্য রিকশা ভ্যানে করে গ্যাস সিলিন্ডার ঘাটে আনা হয়। নদীর পাড়ে সিলিন্ডারটি ভ্যান থেকে নামানোর সময় হাত থেকে পড়ে গিয়ে সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই কামাল মারা যায়।’ স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, নদীতে থাকা জাহাজের জন্য এ পাড় থেকে গ্যাস সিলিন্ডার প্রত্যেক দিন নিয়ে যাওয়া হয়। গতকাল ভ্যানচালক কামাল সিলিন্ডার নিয়ে ঘাটে আসে। ভ্যান থেকে টেনে সিলিন্ডারটি নামাতে গিয়ে সেটি নিচে ফেলেন। এরপরই বিকট শব্দে সেটা ফেটে যায়।

সিলিন্ডারের বিস্ফোরণের সঙ্গে ভ্যান চালক কামালের শরীরের বিভিন্ন অংশও ছিন্ন ভিন্ন হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর