বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জাতীয় শোক দিবসে নিরাপত্তা হুমকি নেই

—————— ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ঘিরে বড় কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, এরপরও জনগণের নিরাপত্তার বিষয়টি খাটো করে না দেখে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ঢাকা শহর বর্তমানে একটি গুজবের শহরে পরিণত হয়েছে। কেউ কোনো গুজবে কান দেবেন না। জাতীয় শোক দিবসের নিরাপত্তা বিষয় নিয়ে গতকাল বেলা ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নিরাপত্তা তল্লাশির সময় পুলিশকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরের জোরালো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এক সপ্তাহ ধরে পুরো ঢাকা শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছে। গুলশান ও ধানমন্ডি এলাকায় ব্লকরেইড দিয়ে অভিযান চালানো হয়েছে। উদ্দেশ্য একটাই, অপরাধীদের খুঁজে বের করা। আছাদুজ্জামান মিয়া বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় আমরা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি। কেউ সেলফি তুলে অযথা সময় নষ্ট করবেন না। মানুষের দুর্ভোগ সৃষ্টি করবেন না। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার যেসব জায়গায় কাঙ্গালিভোজ হবে সেখানে পুলিশ নিরাপত্তা দেবে।

ডিএমপি কমিশনার বলেন, ২০১৭ সালের ১৫ আগস্ট সকালে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি হামলার পরিকল্পনার ঘটনায় হওয়া মামলাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত ১৪ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিদের উদ্দেশ্য ছিল ধানমন্ডি ৩২ নম্বরে একটা অঘটন ঘটিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা। তবে তাদের আগেই শনাক্ত করে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়।

সর্বশেষ খবর