বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
চাঁদাবাজি ও সড়ক দুর্ঘটনা

ঈদকে সামনে রেখে পুলিশের কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কোরবানি ঈদকে ঘিরে রংপুর বিভাগের আট জেলায় চাঁদাবাজি বন্ধ এবং সড়ক নিরাপদ করতে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। এ ছাড়া প্রতিটি পশুরহাটে অস্থায়ী পুলিশবক্স স্থাপন, সড়ক-মহাসড়কে পুলিশের একাধিক ভ্রাম্যমাণ টিম কাজ করছে। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের তরফ থেকে বাসের ছাদে এবং পণ্যবোঝাই ট্রাকে যাত্রী না তোলার জন্য পরিবহন মালিকদের চিঠি দেওয়া হয়েছে। গতকাল সকালে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভায় এসব কথা জানান ডিআইজি দেবদাস ভট্টাচার্য। তিনি বলেন, জাতীয় শোক দিবস ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে কোনো নাশকতা প্রতিরোধে ৮ জেলায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সভায় রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপার, পিবিআই ও হাইওয়ে পুলিশ এবং র‌্যাব-১৩ এর ঊর্ধ্বতন উপস্থিত ছিলেন। হাইওয়ে পুলিশ রংপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ঈদে সড়ক দুর্ঘটনা রোধে বাস, পণ্যবাহী ট্রাক ও পিকআপের ছাদে যাত্রী না তোলার জন্য ৮ জেলার পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নকে চিঠি দেওয়া হয়েছে। রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি আবু আজগার আহমেদ পিন্টু বলেন, ঈদে সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের উদ্যোগ সফল করতে চালকদের সবধরনের সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর