বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দল সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় সমাবেশ করার। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে অথবা নয়া পল্টনের  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে কর্তৃপক্ষকে চিঠি দেব।’ ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মুনির  হোসেন, শামসুজ্জামান সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। উদ্দেশ্য একটাই-তাকে বন্দী রেখে আরেকটি একতরফা নির্বাচনের আয়োজন করা। আমরা বলে দিতে চাই, খালেদা জিয়াকে কারাগারে রেখে একতরফা নির্বাচন হবে না। অবিলম্বে মামলা প্রত্যাহার করে ঈদের আগেই  বেগম জিয়াকে মুক্তি দিতে হবে।’

কোটা সংস্কারের বিষয়ে সরকারের সচিব পর্যায়ের কমিটি দীর্ঘসূত্রতার  কৌশল নিয়েছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এখন সচিব পর্যায়ের কমিটি প্রায় সব পর্যায়ের কোটা তুলে দেওয়ার প্রস্তাব করছে। কিন্তু আদালতের রায়ের কথা উল্লেখ করে কোটা সংস্কারের আরও প্রলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। কোটার বিষয়ে আদালতের কোনো রায়  নেই, পর্যবেক্ষণ আছে। আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা বাতিল চায় না তারা কোটা সংস্কার চায়। সব কোটা বাতিল করার প্রস্তাব মানেই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আবারও প্রতারণার কৌশল অবলম্বন। এটিও আরেকটি প্রহসন।’ নিরাপদ সড়কের দাবিতে গ্রেফতারকৃত আন্দোলনকারী শিক্ষার্থীদের ঈদের আগেই মুক্তির দাবি জানিয়েছেন রিজভী।

সর্বশেষ খবর