বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক

প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে অতিবৃষ্টি কিংবা আবহাওয়ার অন্য কোনো প্রতিকূলতায় সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

গতকাল জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নগর ভবনে এক সমন্বয় সভায় একথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আগামী ২২ আগস্ট বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

সমন্বয় সভায় মেয়র সাঈদ খোকন বলেন, আগামী ১৯ আগস্টের মধ্যে জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি শেষ হবে। এবছর ঈদ বর্ষা মওসুমে হওয়ায় হাল্কা বৃষ্টিসহ অন্যান্য প্রকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি থাকছে ঈদগাহে। তাছাড়া বজ পাত প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ১ লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

 তাদের ওজু ও খাবার পানির ব্যবস্থা করা হচ্ছে। বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকছে।

সর্বশেষ খবর